দর্শন শিক্ষা


Home Syllabus Suggestions Gallery Lebel Questions Paper Android App

Tuesday, December 19, 2023

প্রাকল্পিক ন্যায় অনুমানের উদাহরণ

Posted by: || Tuesday, December 19, 2023 ||

 

1.যদি রাম আসে তবে শ্যাম যাবে, রাম এলো অতএব শ্যাম যাবে।

উত্তর:   

           যদি রাম আসে তবে শ্যাম যাবে

           রাম এলো

       .'. শ্যাম যাবে।

 

সাংকেতিক আকার:

              যদি P তবে Q

                        P

                    .'. Q

পরিচিতি:এটি একটি প্রাকল্পিক ন্যায়ের দৃষ্টান্ত।

ব্যাখ্যা:এই প্রাকল্পিক ন্যায় অনুমানটি বৈধ।কারণ প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে প্রধান আশ্রয় বাক্যের অনুগকে স্বীকার করেছে।এই প্রাকল্পিক ন্যায় অনুমানটি গঠনমূলক প্রাকল্পিক ন্যায়।অন্য ভাবে বলা যায় যে এই প্রাকল্পিক ন্যায়টি স্বীকৃতিমূলক রূপে M.P তে আছে।


2.যদি রাম পরিশ্রমী হয় তবে পাশ করবে, রাম পরীক্ষায় পাশ করেছে,সুতরাং রাম পরিশ্রমী।

উত্তর:  

          যদি রাম পরিশ্রমী হয় তবে পাস করবে

         রাম পরীক্ষায় পাশ করেছে

       .'. রাম পরিশ্রমী।

 

সাংকেতিক আকার:

    যদি P তবে Q

           Q

        .'. P

পরিচিতি: এটি একটি প্রাকল্পিক ন্যায় অনুমানের দৃষ্টান্ত।

দোষ: অনুগ স্বীকার জনিত দোষ।

ব্যাখ্যা: এই প্রাকল্পিক ন্যায় অনুমানটি বৈধ।কারণ প্রধান আশ্রয় বাক্যের অনুগ কে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে স্বীকার করা হয়েছে। প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হলো প্রধান আশ্রয় বাক্যের পূর্ব গ কে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে প্রধান আশ্রয় বাক্যের অনুগ কে স্বীকার করতে হয়। ন্যায়ের এই নিয়মটি লঙ্ঘন করাই অনুমানটি দোষ যুক্ত হয়ে পড়েছে । তাই প্রাকল্পিক ন্যায়টি অনুগ স্বীকার জনিত দোষে দুষ্ট।

3.যদি তুমি পরিশ্রমী হও তবে তুমি অর্থ উপার্জন করবে।তুমি প্রভূত অর্থ উপার্জন করনা, অতএব তুমি পরিশ্রমী নও ।

উত্তর:

 যদি তুমি পরিশ্রমী হও তবে তুমি অর্থ উপার্জন করবে

 তুমি প্রভূত অর্থ উপার্জন করনা

.'.  তুমি পরিশ্রমী নও ।

সাংকেতিক আকার :

       যদি P তবে Q

         ~Q

      .'. ~P

পরিচিতি: এটি একটি প্রাকল্পিক ন্যায় অনুমানের দৃষ্টান্ত।

ব্যাখ্যা: এই প্রাকল্পিক ন্যায় অনুমানটি বৈধ।কারণ প্রধান আশ্রয় বাক্যের অনুগ কে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে প্রধান আশ্রয় বাক্যের পূর্ব গ কে অস্বীকার করা হয়েছে। এই প্রাকল্পিক ন্যায় অনুমানটি ধ্বংস মূলক প্রাকল্পিক ন্যায়। অন্যভাবে বলা যায় যে প্রাকল্পিক ন্যায়অনুমানটি ধ্বংসমূলক রুপে M.T তে আছে।


4.যদি বৃষ্টি হয় তবে ভালো ফসল হবে। বৃষ্টি হয়নি অতএব ভালো ফসল হয়নি।

উত্তর:

    যদি বৃষ্টি হয় তবে ভালো ফসল হবে

      বৃষ্টি হয়নি 

  .'.ভালো ফসল হয়নি।

সাংকেতিক আকার:

      যদি P তবে Q

          ~P

       .'.~Q

পরিচিতি: এটি একটি প্রাকল্পিক ন্যায় অনুমানের দৃষ্টান্ত।

দোষ:এই প্রাকল্পিক ন্যায় অনুমানটি পূর্ব গ অস্বীকার জনিত দোষে দুষ্ট।

ব্যাখ্যা: এই প্রাকল্পিক ন্যায় অনুমানটি অবৈধ। কারণ এখানে প্রাকল্পিক ন্যায় এর নিয়মটি লঙ্ঘন করা হয়েছে। প্রাকল্পিক ন্যায় এর নিয়ম হলো প্রধান আশ্রয় বাক্যের অনুগকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে অস্বীকার করতে হয়। কিন্তু এর বিপরীত ক্রম চলবে না। এখানে প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে প্রধান আশ্রয় বাক্যের অনুগকে অস্বীকার করা হয়েছে। তাই ন্যায় অনুমানটি পূর্বগ অস্বীকার জনিত দোষে দুষ্ট।

 




https://darshan-shiksha.blogspot.com

0 Comments:

Post a Comment

Write Your thinking 🤔

Popular Posts

 
Share Post


Powered By
Follow Now || Facebook || Instagram || WhatsApp || Message || E-mails || About || Disclaimer || Privacy || Print Page

All rights reserved || www.darshanshiksha.com || @2023