দর্শন শিক্ষা


Home Syllabus Suggestions Gallery Lebel Questions Paper Android App

Showing posts with label নিরপেক্ষ ন্যায়. Show all posts
Showing posts with label নিরপেক্ষ ন্যায়. Show all posts

Wednesday, December 20, 2023

সিদ্ধান্ত চেনার নিয়ম

Posted by: || Wednesday, December 20, 2023 ||

 উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন / HS Philosophy Suggestions

Higher Secondary Philosophy Suggestion

Class XII Philosophy Suggestion

#philosophysuggestions

www.darshanshiksha.blogspot.com



 নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত বের করার নিয়ম 


 


 

 সিদ্ধান্ত চেনার নিয়ম গুলি নিম্নরূপ:

1.সুতরাং, অতএব, তাই, তাই বলা যায়, কাজেই, কাজে কাজেই, ফলে এগুলো যে বাক্যে থাকে সেই বাক্যটিকে সিদ্ধান্ত করতে হয়।

2.কারণ, কেননা এগুলো শব্দ যে বাক্যে থাকে তার আগের বাক্যটিকে সিদ্ধান্ত করতে হয়।

3.যেহেতু থাকলে সেহেতু অংশ খুঁজে সিদ্ধান্ত করতে হয়।

Tags: , ,

Friday, October 27, 2023

নিরপেক্ষ ন্যায় অনুমান এর নিয়ম

Posted by: || Friday, October 27, 2023 ||

HS Philosophy Suggestion উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন 


দ্বাদশ শ্রেণী দর্শন বিষয়ের নিরপেক্ষ ন্যায় অনুমান এর নিয়ম গুলি এক নজরে দেখে নিন।

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন পাওয়ার জন্য আমাদের এই সাইটে ভিজিট করুন ।


নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলি হলো নিম্নরূপ:-

১)প্রতিটি নিরপেক্ষ ন্যায় অনুমানে তিনটি পদ থাকবে তার বেশিও নয় কমও নয়।

*প্রধান আশ্রয় বাক্য।

*অ প্রধান আশ্রয় বাক্য।

*সিদ্ধান্ত।

*এই নিয়মটি লঙ্ঘন করলে চারিপদ ঘটিত দোষ হয়।

২)প্রতিটি নিরপেক্ষ ন্যায় অনুমানে তিনটি বচন থাকবে।

৩) হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে।

*এই নিয়মটি লঙ্ঘন করলে অব্যাপ্য হেতু দোষ ঘটে।

৪) যেপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেপদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না।

*এই নিয়মটি লঙ্ঘন করলে অবৈধ সাধ্য দোষ বা অবৈধ পক্ষ দোষ ঘটে।

৫)দুটি আশ্রয় বাক্য নেতিবাচক বা  না - বাচক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না।

*এই নিয়মটি লঙ্ঘন করলে দুটি নং -অর্থক আশ্রয় বাক্য জনিত দোষ ঘটে।

৬) যেকোনো একটি বাক্য নেতিবাচক হলে সিদ্ধান্ত নেতিবাচক হবে।

৭)দুটি আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে।

সিদ্ধান্ত সদর্থক হলে আশ্রয় বাক্য গুলি  সদর্থক হবে।

৮) দুটি আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত পাওয়া যায় না।

৯) দুটি আশ্রয় বাক্যের মধ্যে কোনো একটি বাক্য বিশেষ হলে অবশ্যই সিদ্ধান্ত বিশেষ হবে।

১০) যদি  প্রধান আশ্রয় বাক্য বিশেষ হয় এবং অ প্রধান আশ্রয় বাক্য নেতিবাচক হয় তবে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না।



সিদ্ধান্ত চেনার নিয়ম:-

১) সুতরাং , অতএব, তাই, তাই বলা যায়, কাজেই, কাজে কাজেই, ফলে এগুলো শব্দ যে বাক্যে থাকে  সেই বাক্যটিকে  সিদ্ধান্ত করতে হয়।

২)কারণ, কেননা,  এগুলো শব্দ যে বাক্যে থাকে তার আগের বাক্য টিকে  সিদ্ধান্ত করতে হয়।

৩) যেহেতু থাকলে সেহেতু অংশ টিকে খুঁজে বার করে সিদ্ধান্ত করতে হয়।


নিরপেক্ষ ন্যায় অনুমানের শুদ্ধমূর্তী গুলি নিম্নরূপ:

শুদ্ধমূর্তি
প্রথম সংস্থানদ্বিতীয় সংস্থানতৃতীয় সংস্থানচতুর্থ সংস্থান
BARBARACESAREDARAPTIBRAMANTI
CELARENTCAMESTRESDISAMISCAMENES
DARIIFRESTINOFELAPTONDIMARIS
FERIOBARICOBOCARDOFESAPO
FERISONFRESISON
DATISI







নিরপেক্ষ ন্যায় অনুমানের সংস্থানের আকার :-









সাধ্যপদ =P সাধ্যপদ থাকে  প্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্তে )

পক্ষপদ =S (পক্ষপদ থাকে অ -প্রধান আশ্রয় বাক্যে ও সিদ্ধান্তে )


হেতুপদ =M  হেতুপদ থাকে প্রধান আশ্রয় বাক্যে  ও অ -প্রধান আশ্রয় বাক্যে)











Tags:

Popular Posts

 
Powered By
Follow Now || Facebook || Instagram || WhatsApp || Message || E-mails || About || Disclaimer || Privacy || Print Page

All rights reserved || www.darshanshiksha.com || @2023