দর্শন শিক্ষা


Home Syllabus Suggestions Gallery Lebel Questions Paper Android App

Showing posts with label অমাধ্যম অনুমান. Show all posts
Showing posts with label অমাধ্যম অনুমান. Show all posts

Sunday, December 24, 2023

নীচের বাক্য গুলিকে বচনে পরিণত করো এবং বচন গুলিকে আবর্তন ও বিবর্তন করো:

Posted by: || Sunday, December 24, 2023 ||

 1.সব ফুল লাল নয়।

L.F. - O কোনো কোনো ফুল নয় লাল। - প্রদত্ত বচন।

     O -- বচনের আবর্তন সম্ভব নয়।

     I --- কোনো কোনো ফুল হয় অ লাল বস্তু। - বিবর্তন।

2.মানুষ স্বার্থপর।

L.F.-  I -- কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ব্যক্তি। - প্রদত্ত বচন।

         I --- কোনো কোনো স্বার্থপর ব্যক্তি হয় মানুষ। - আবর্তন।

       O -- কোনো কোনো মানুষ নয় অ-স্বার্থপর ব্যক্তি। - বিবর্তন।

3. কোনো মানুষ পূর্ণ নয়।

L.F. -  E -- কোনো মানুষ নয় পূর্ণ। - প্রদত্ত বচন।

        E -- কোনো পূর্ণ নয় মানুষ । - আবর্তন।

       A -- সকল মানুষ হয় অ পূর্ণ। - বিবর্তন।

4. সব সাপের বিষ নেই।

L.F. -   O--কোনো কোনো সাপ নয় বিষধর প্রাণী। -  প্রদত্ত বচন।

          O--- বচনের আবর্তন সম্ভব নয়।

          I -- কোনো কোনো সাপ হয় অ-বিষধর প্রাণী। - বিবর্তন।



Tags: ,

নীচের বাক্য গুলিকে বচনে পরিণত করো।বচন গুলির আবর্তিতের বিবর্তিত রূপ দাও:

Posted by: || Sunday, December 24, 2023 ||

 1.শুধু ধার্মিক ব্যক্তিরাই সুখী।

L.F.-   A--- সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। - প্রদত্ত বচন।

         I--- কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি - আবর্তিত।

        O--- কোনো কোনো ধার্মিক ব্যক্তি নয় অ-সুখী ব্যক্তি - বিবর্তিত।

2. অসৎ মানুষ আছে।

L.F.-  I --- কোনো কোনো মানুষ হয় অসৎ ব্যক্তি- প্রদত্ত বচন।

        I --- কোনো কোনো অসৎ ব্যক্তি হয় মানুষ - আবর্তিত।

       O --- কোনো কোনো অসৎ ব্যক্তি নয় অ-মানুষ - বিবর্তিত।

3. স্তন্যপায়ী পাখি নেই।

L.F.-   E ---কোনো কোনো পাখি নয় স্তন্যপায়ী প্রাণী - প্রদত্ত বচন।

         E--- কোনো স্তন্যপায়ী প্রাণী নয় পাখি - আবর্তিত।

        A--- সকল স্তন্যপায়ী প্রাণী হয় অ-পাখি - বিবর্তিত।

Tags: ,

O বচনের আবর্তন কেন বৈধ নয় বা সম্ভব নয়?

Posted by: || Sunday, December 24, 2023 ||

 O- বচনের আবর্তন কেন বৈধ নয় বা সম্ভব নয়?

(Why O-Proposition cannot be converted?)

উত্তর : O-বচনের আবর্তন বৈধ নয়। -বচনকে আবর্তন করা যায় না। -বচনকে আবর্তন করলে আবর্তনের নিয়ম লঙ্ঘন করা হয়। আবর্তনের ক্ষেত্রে গুণের পরিবর্তন হবে না। অর্থাৎ আবর্তনীয় বচন নঞর্থক হলে আবর্তিত বচন নঞর্থক হবে। এক্ষেত্রে আবর্তনীয় -বচন নঞর্থক হওয়ায় আবর্তিত বচন নঞর্থক অর্থাৎ E অথবা O হবে। কিন্তু আবর্তিত বচন E হতে পারে না। কারণ অবরোহ অনুমানে সিদ্ধান্ত কখনও আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হবে না। ০- বচনের ব্যাপকতা থেকে E বচনের ব্যাপকতা বেশি। এজন্য আবর্তিত বচনটি অবশ্যই O হবে। এর ফলে আবর্তিত বচনের বিধেয়পদ ব্যাপ্য হবে। কিন্তু ওই পদ আবর্তনীয় -বচনের উদ্দেশ্য স্থানে থাকায় অব্যাপ্য হয়। সুতরাং, অনুমানটি আবর্তনের নিয়ম লঙ্ঘন করে। নিয়ম অনুসারে আবর্তনীয় বচনে, যে পদ ব্যাপ্য নয় সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হবে না।

দৃষ্টান্ত:

O – কোনো কোনো মানুষ নয় সুখী ব্যক্তি – আবর্তনীয়।

O – কোনো কোনো সুখী ব্যক্তি নয় মানুষ - আবর্তিত।


উক্ত দৃষ্টান্তে আবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ “মানুষ” অব্যাপ্য। কারণ - বচনে কেবল বিধেয়-পদ ব‍্যাপ্য। কিন্তু ওই পদ আবর্তিত - বচনে বিধেয়পদ হওয়ায় ব্যাপ্য হয়। ফলে আবর্তনের নিয়ম লঙ্ঘন করা হয়।এজন্য বচনের আবর্তন সম্ভব নয়।

Tags: ,

বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়ম গুলি কী কী?

Posted by: || Sunday, December 24, 2023 ||

 বিবর্তন: যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্যকে একই রেখে যুক্তি বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রুপে গণ্য করে , অর্থটিকে একই রাখা হয় এবং সিদ্ধান্তে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়, সেই অমাধ্যম অনুমানকেই বলা হয় বিবর্তন।

বিবর্তনের নিয়ম:

•যুক্তিবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য এক হবে।

•যুক্তিবাক্যের বিধেয় এর বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে।

•যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। অর্থাৎ যুক্তিবাক্য হ্যাঁ বাচক হলে সিদ্ধান্ত টি না বাচক হবে আর যুক্তিবাক্য না বাচক হলে সিদ্ধান্ত টি হ্যাঁ বাচক হবে।

•যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ এক হবে। অর্থাৎ যুক্তিবাক্য সামান্য হলে সিদ্ধান্ত বিশেষ হবে এবং যুক্তিবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত সামান্য হবে।


অথবা

A বচনকে বিবর্তন করলে E বচন পাওয়া যায়।

E বচনকে বিবর্তন করলে A বচন পাওয়া যায়।

I বচনকে বিবর্তন করলে O বচন পাওয়া যায়।

O বচনকে বিবর্তন করলে I বচন পাওয়া যায়।


"বিধেয় এর আগে  নয় যোগ করে বিধেয় কে বিপরীত বা অ যোগ করতে হয়।"

Tags: ,

আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়ম গুলি আলোচনা করো।

Posted by: || Sunday, December 24, 2023 ||

 আবর্তন: যে অমাধ্যম অনুমানে যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের স্থান পরিবর্তন ঘটিয়ে এবং অর্থটিকে একই রেখে সিদ্ধান্তে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়, সেই অমাধ্যম অনুমানকেই বলা হয় আবর্তন।

আবর্তনের নিয়ম:

•যুক্তি বাক্যের উদ্দেশ্য পদটি সিদ্ধান্তের বিধেয় হবে।

•যুক্তি বাক্যের বিধেয় পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হবে।

•যুক্তি বাক্য ও সিদ্ধান্তের গুণ একই হবে। যুক্তি বাক্য হ্যাঁ বচন হলে সিদ্ধান্ত হ্যাঁ বাচক হবে, যুক্তি বাক্য না বাচক হলে সিদ্ধান্ত না বচক হবে।

• যে পদ যুক্তি বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না।

অথবা

A বচনকে আবর্তন করলে I বচন পাওয়া যায়।

E বচনকে আবর্তন করলে E বচন পাওয়া যায়।

I বচনকে আবর্তন করলে I বচন পাওয়া যায়।

O বচনের আবর্তন সম্ভব নয়।

*উদ্দেশ্য কে বিধেয় এবং বিধেয় কে উদ্দেশ্য করতে হয়।


Tags: ,

অমাধ্যম অনুমান কাকে বলে?

Posted by: || Sunday, December 24, 2023 ||

 অমাধ্যম অনুমান: যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে , অর্থের পরিবর্তন না করে, নিয়ম অনুসরণ করে, সরাসরি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত করা হয়, তাকে অমাধ্যম অনুমান বলে ।

Tags:

Popular Posts

 
Powered By
Follow Now || Facebook || Instagram || WhatsApp || Message || E-mails || About || Disclaimer || Privacy || Print Page

All rights reserved || www.darshanshiksha.com || @2023