দর্শন শিক্ষা


Home Syllabus Suggestions Gallery Lebel Questions Paper Android App

Sunday, December 24, 2023

নীচের বাক্য গুলিকে বচনে পরিণত করো।বচন গুলির আবর্তিতের বিবর্তিত রূপ দাও:

Posted by: || Sunday, December 24, 2023 ||

 1.শুধু ধার্মিক ব্যক্তিরাই সুখী।

L.F.-   A--- সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। - প্রদত্ত বচন।

         I--- কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি - আবর্তিত।

        O--- কোনো কোনো ধার্মিক ব্যক্তি নয় অ-সুখী ব্যক্তি - বিবর্তিত।

2. অসৎ মানুষ আছে।

L.F.-  I --- কোনো কোনো মানুষ হয় অসৎ ব্যক্তি- প্রদত্ত বচন।

        I --- কোনো কোনো অসৎ ব্যক্তি হয় মানুষ - আবর্তিত।

       O --- কোনো কোনো অসৎ ব্যক্তি নয় অ-মানুষ - বিবর্তিত।

3. স্তন্যপায়ী পাখি নেই।

L.F.-   E ---কোনো কোনো পাখি নয় স্তন্যপায়ী প্রাণী - প্রদত্ত বচন।

         E--- কোনো স্তন্যপায়ী প্রাণী নয় পাখি - আবর্তিত।

        A--- সকল স্তন্যপায়ী প্রাণী হয় অ-পাখি - বিবর্তিত।

Share Post

https://darshan-shiksha.blogspot.com

0 Comments:

Post a Comment

Write Your thinking 🤔

Popular Posts

 


Powered By
Follow Now || Facebook || Instagram || WhatsApp || Message || E-mails || About || Disclaimer || Privacy || Print Page

All rights reserved || www.darshanshiksha.com || @2023