দর্শন শিক্ষা


Home Syllabus Suggestions Gallery Lebel Questions Paper Android App

Thursday, October 26, 2023

বচনে পরিবর্তনের নিয়ম

Posted by: || Thursday, October 26, 2023 ||

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন

HS Philosophy Suggestion

 

https://PhilosophySuggestions.blogspot.com

Philosophy Suggestion 

 Higher Secondary Philosophy Suggestions 

 

বচনে পরিবর্তনের নিয়ম গুলি নিম্নরূপ:

সকল,হয় A বচন সম্পূর্ণ স্বীকার।

কোন, নয় E বচন  সম্পূর্ণ অস্বীকার।

কোন কোন, হয় I বচন আংশিক স্বীকার।

কোন কোন, নয় O বচন আংশিক অস্বীকার।



১) সব,সমস্ত,প্রত্যেক, যে সে, যদি তবে, যেখানে সেখানে, যেমন তেমন, নিশ্চিত, নিশ্চিত ভাবে, সদা, সর্বদা, যে কেউ এই গুলি শব্দ যে বাক্য থাকবে সেই বাক্য কে A বচনে রূপান্তরিত বা পরিবর্তিত করতে হবে। 

বাক্যটি যদি নেতি বাচক বা না বাচক হয় তাহলে তাকে মানে সেই বাক্যটিকে O বচনে রূপান্তরিত বা পরিবর্তিত করতে হবে।

উদাহরণ: ১) শিশুরা সরল।

L.F - (A) সকল শিশু হয় সরল।

২) সব রোগ মারাত্মক নয় ।

L.F -   (O) কোনো কোনো রোগ নয় মারাত্মক।


 

২)যে বাক্যে নয়, কেউ নয়, কাউকে নয়, নেয়, বেশি কিছু নয়, কখনো নয়, একটাও নয়, একনয়, হতে পারে না, এই গুলো শব্দ যে বাক্যে থাকবে তাকে E বচনে পরিবর্তন করতে হবে।

উদাহরণ: ১) লাল ফুলের গন্ধ নেই।

L.F- (E) কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত বস্তু।

২) গোলাকার চতুর্ভুজ নেই।

L.F - (E) কোনো চতুর্ভুজ নয় গোলাকার।

৩) যে বাক্যে কিছু কিছু , কখনো কখনো, অল্প সংখ্যক, অধিকাংশ, সাধারণত, অনেক এই শব্দ গুলো যদি থাকে তবে I বচনে রূপান্তরিত করতে হবে।

যদি বাক্যটি না বাচক হয় তবে তাকে O বচনে রূপান্তরিত করতে হবে।

উদাহরণ: ১)কবিরা ভাবুক হয়।

L.F- (I) কোনো কোনো কবি হয় ভাবুক।

২) সব বাক্য বচন নয়।

L.F- (O) কোনো কোনো বাক্য নয় বচন।


৪) যে বাক্যে কদাচিৎ , কচিৎ, খুব কম, খুব অল্প, স্বল্প সংখ্যক ,তাই বললেই চলে  সেই বাক্যটিকে I অথবা O বচনে রূপান্তরিত করতে হবে।

•যদি হ্যাঁ থাকে তবে O বচন হবে।

•যদি না থাকে তবে I বচন হবে।

উদাহরণ: ১) কদাচিৎ মানুষ সৎ।

L.F - (O) কোনো কোনো মানুষ নয় সৎ।

২) খুবকম মানুষ চোর নয়।

L.F - (I) কোনো কোনো মানুষ হয় চোর।



৫) মাত্র, শুধুমাত্র, শুধু , কেবল মাত্র, একমাত্র, একান্ত, ছাড়া, কেউ নয়, ব্যতীত, কেউ না , এগুলো শব্দ যে বাক্যে থাকবে তাকে A বচনে রূপান্তরিত করতে হবে।

•উদ্দেশ্য কে বিধেয় করতে হবে।

•বিধেয় কে উদ্দেশ্য করতে হবে।

উদাহরণ: ১) একমাত্র নাগরিকরাই ভোটদাতা।

L.F - (A) সকল ভোতদাতা হয় নাগরিক।


৬)একটি থাকলে এবং আছে থাকলে I বচন করতে হবে, যদি নির্দিষ্ট করে বলে দেওয়া হয় তবে এ বচন করতে হবে।

উদাহরণ : ১) একটি ছাত্র বুদ্ধিমান।

L.F - (I) কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান ব্যক্তি।

২) সাদা হাতি আছে।

L.F - (I) কোনো কোনো হাতি হয় সাদা বর্ণের।






৭)জিজ্ঞাসা চিহ্ন থাকলে - যদি না বচন থাকে তবে A বচন হবে এবং যদি হ্যাঁ বাচক হয় তবে E বচন হবে।

উদাহরণ: ১) সেকি চালক নয়?

L.F - (A) সে হয় চালক ব্যক্তি।

২) সেকি বুদ্ধিমান?

L.F - (E) সে নয় বুদ্ধিমান।


৮)  গুণ ও পরিমাণ অনুসারে বচন চার প্রকার।

•সামান্য সদর্থক= A বচন।

•সামান্য নংর্থক =E বচন।

•বিশেষ সদর্থক= I বচন।

•বিশেষ নংর্থক= O বচন।

উদাহরণ:-

•মানুষ মরণশীল

L.F.- সকল মানুষ হয় মরণশীল।

গুণ - সদর্থক

পরিমাণ - সামান্য


 *প্রত্যেক মানুষ মরণশীল।

L.F. A- সকল মানুষ হয় মরণশীল।

পরিমাণ - সামান্য, গুণ - সদর্থক।

* মানুষ পূর্ণ নয়।

L.F. E- কোনো মানুষ নয় পূর্ণ।

উদ্দেশ্য - ব্যাপ্য , বিধেয় - ব্যাপ্য।


Share Post
>> >> বচনে পরিবর্তনের নিয়ম

https://darshan-shiksha.blogspot.com

0 Comments:

Post a Comment

Write Your thinking 🤔

Popular Posts

 


Powered By
Follow Now || Facebook || Instagram || WhatsApp || Message || E-mails || About || Disclaimer || Privacy || Print Page

All rights reserved || www.darshanshiksha.com || @2023